নারায়ণগঞ্জ মেইল: মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আযহা দরজায় কড়া নাড়ছে। আর মাত্র এক সপ্তাহ পর পালিত হবে মুসলিম উম্মাহ’র বৃহত্তম এই উৎসব। ঈদ উল আযহাকে কেন্দ্র করে নতুন পোষাক কেনার তেমন একটা আগ্রহ দেখা যায়নি নারায়ণগঞ্জের বিপনী বিতানগুলোতে। দোকানে বসে ক্রেতার আশায় অলস সময় পার করতে দেখা যাচ্ছে বিক্রেতাদের। তবে ঈদ ঘনিয়ে এলে বেচা বিক্রি বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের চাষাঢ়া এবং ডিআইটির বিভিন্ন শপিং মলগুলো একেবারেই ফাঁকা পরে আছে। এছাড়াও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন মার্ক টাওয়ার, হক প্লাজা, সান্তনা মার্র্কেট, আল জয়নাল ট্রেড সেন্টার, লুৎফা টাওয়ার, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, হাসনাত স্কয়ার প্রমূখ বিপনী বিতানগুলোতেও নেই ক্রেতার উপস্থিতি।
নগরীর চাষাড়াস্থ মার্ক টাওয়ার মার্কেটের নেবার নাইন শো রুমের স্টাফ হৃদয় জানান , বেচা বিক্রি একেবারে নেই বললেই চলে। গত ঈদুল ফিতরের পর থেকেই এমন মন্দাভাব। আশা রাখছি ঈদ ঘনিয়ে এল বিক্রি বাড়বে।