নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, নগরীর যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। যাতে মানুষ বাড়ি থেকে বের হয়ে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌছাতে পারে। নারায়ণগঞ্জবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, রমজানে আর যানজট হবে না।
সোমবার (৪ এপ্রিল) দুুপুরে নগরীতে নারায়ণগঞ্জে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক কমিউনিটি পুলিশ সদস্যদের পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর যত্রতত্র গাড়ি পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, নগরীতে যানজট বাড়ায় এমন করে যত্রতত্র গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। এজন্য সম্মানিত নগরবাসীর কাছে অনুরোধ আপনি আপনার নাগরিক দায়িত্বটুকু পালন করবেন।
তিনি আরও বলেন, নগরীতে অবৈধ স্টান্ডগুলো উচ্ছেদ করা হবে। এরপরও কোথাও অবৈধ স্টান্ড থাকলে আমাদের জানাবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরাশেন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিকিউশন) শাওন শায়লা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান।