বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সহযোগী মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণকে (৩৩) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ জুলাই শনিবার বিকাল ৪ টায় নিজ বাসা থেকে মাদক মামলার পলাতক আসামী বাবা পুষণকে গ্রেফতার করা হয়
মাদক ব্যবসায়ী মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণ এনায়েতনগর পশ্চিমপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে। বাবা পুষণকে গ্রেফতারের খবর পেয়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা তদবির চালাতে ডিবি অফিসে ছুটে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী বাবা পুষণের অত্যাচারে অতিষ্ঠ এনায়েতনগর পশ্চিমপাড়া এলাকার জনসাধারণ। কিন্তু কাউন্সিলর রুহুলের ছত্রছায়ায় থাকায় বাবা পুষণের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না সাধারণ বাসিন্দারা। বাবা পুষণের শেল্টারে পশ্চিম এনায়েতনগর ও লাকী বাজার এলাকায় জমজমাট ইয়াবা ও জুয়ার আসর চলে আসছে দীর্ঘদিন যাবত।
গত ৩ জুলাই সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তর পাড়া এলাকা থেকে রাজন হোসেন (২৩), মেহেদী হাসান (২৬) ও জুয়েল মীরা (২২) নামে ৩ জনকে ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করলেও পালিয়ে যায় মমিনুল আলম পুষণ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবাসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গত ৩ জুলাই জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ আব্দুল হাই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।