না:গঞ্জে ঈদ জামাতে করোনা মুক্তির প্রার্থনা

নারায়ণগঞ্জ মেইল: করোনাকালীন সময়ে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ছয়টায় শুরু হয়ে বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে। ঈদের এসব জামাতে সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।

করোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে মুসল্লিরা মাস্ক পরে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মসজিদে প্রবেশের সময় তল্লাসিও করা হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তির জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন মুসলমানরা।

এর আগে সকাল থেকেই পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সব বয়সী মানুষের ঢল নামে। সারিবদ্ধভাবে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ