ত্যাগের মহিমায় নারায়ণগঞ্জের সর্বত্র পশু কোরবানি

নারায়ণগঞ্জ মেইল: আজ পবিত্র ঈদ-উল-আযহা মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও এদিন সকালে ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় পশু কোরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (২১ জুলাই) সকালে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর থেকে পশু জবাই শুরু হয়।

এই পশু জবাইয়ের মাধ্যমে মনের পশুকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকালে নগরীর দেওভোগ এলাকায় দেখা গেছে, নামাজ শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কোরবানি দিতে শুরু করেন। এ ছাড়া নামাজ আদায়ের মাধ্যমে সবাই কোরবানির পশু জবাই দেওয়ার শুরু করবেন। তবে অধিকাংশ মানুষ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি না দিয়ে নিজেদের বাসার আঙিনায় পশু জবাই দিয়েছেন। পশু জবাই দেওয়ার পর রক্ত পানি দিয়ে ধুয়ে দিতে দেখা গেলেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ