লাঙ্গলবন্দ স্নান উৎসবে আগত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন উত্তম সাহা

নারায়ণগঞ্জ মেইল: মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবে আগত সকল পুণ্যার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা। এক শুভেচ্ছা বার্তায় তিনি পুণ্যার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে এই পূর্ণ স্নান আয়োজনে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন সাংবাদিক উত্তম সাহা। আগামী ১৫ ও ১৬ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন। কিংবদন্তি অনুসারে, লাঙ্গলবন্দের এ জলধারায় স্নান করে পরশুরাম মুনি পাপমুক্ত হয়েছিলেন। শাস্ত্রোক্ত পরশুরাম মুনির পাপমুক্তির কথা স্মরণ করেই বহু বছর ধরে পুণ্যার্থীরা এই অষ্টমী-পুণ্যস্নান করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ