অসুস্থ্য দীপক সাহাকে দেখতে হাসপাতালে পূজা পরিষদ নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ মেইল: ব্রেইন স্ট্রোক করে ঢাকার নিউরো সাইন্স স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহাকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শ্রী বিল্পব কুমার ও সাংগঠনিক সম্পাদক সাধন বাবু নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনকে সাথে নিয়ে দীপক সাহাকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। পরে সেখানে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস ও সাধারণ সম্পাদক উত্তম সাহা।

 

প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহা গত সোমবার (২ জানুয়ারি) রাতে ব্রেইন ষ্ট্রোক করে ঢাকার নিউরোসাইন্স স্পেশালাইজড হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ