শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে জেলা পূজা পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহরের দেওভোগ রাম সীতা মন্দিরে এ আয়োজন করা হয়। এ সময় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত জেগে তারা ভক্তিমূলক গান শুনেন।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে এবং পূজা পরিষদ নেতা সুশীল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একথানন্দজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, রাম সীতা মন্দিরের পুরোহিত শ্যামল মোহন্ত, লক্ষ্মী নারায়ণ কীর্তন কমিটির সভাপতি সুভাস সাহা, বন্দর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা তপন ঘোষ, কৃষ্ণ আচার্য্য, তপন গোপ, অভিরাজ সেন সজল, ১৪ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ