নারায়ণগঞ্জ মেইল: সিলেটে বন্যা দুর্গতদের দুর্দশা লাঘবের জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রোববার ( ২৬ জুন ) বিকেল পাঁচটায় টানবাজারস্থ দরিদ্র ভান্ডার কালী মন্দির প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে,সোনারগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা হিমাদ্রি সাহা হিমু, সুশিল দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বীরেন দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, পূজা পরিষদ নেতা প্রদীপ মন্ডল, কৃষ্ণ আচার্য্য, পিন্টু রায়, অরুণ দেবনাথ, তপন গোপ সাধু, তপন দাস, বিশ্বজিৎ সাহা, অমর ঘোষ, জয়দেব দাস, অভিজিত সেন,সুজন বিশ্বাস। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইসকন মন্দির কমিটির নেতৃবৃন্দ।