“হকার পুনর্বাসন মেয়রের কাছে কোন ব্যাপারই না”

নারায়ণগঞ্জ মেইল: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’ এই  স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ। এসময় তারা তাদের উপর জুলুম, নির্যাতন ও গ্রেফতার বন্ধ করার দাবি জানান।

সোমবার (১১ জানুয়ারি) সকালে চাষাঢ়া শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগর হকার্স লীগ’র সভাপতি আব্দুর রহিম মুন্সি বলেন, আমি জানি না কেন হকারদের কষ্ট দিয়ে সরকারকে কেন বদনাম করা হচ্ছে। আজকের সময়ে কেউ গরীবের জন্য কথা বললে সে দোষী হয়ে যায়। বঙ্গবন্ধু রোডে যে হকাররা বসে তাদের পুনর্বাসন করা মেয়রের কাছে কোনই ব্যাপার না। আমরা এত কষ্ট করে হকারী করে রোজগার করছি। কিন্তু আমাদের বাচ্চাদের কি দোষ। আপনারা কি চান হকারদের সন্তানেরা হকারী করুক। আমি মেয়রকে এই প্রতিহিংসা বাদ দিয়ে হকারদের উন্নয়ন করার আহŸান জানাই। এবং বলতে চাই আপনি হকারদের পুনর্বাসন করে তারপর তাদের উচ্ছেদ করুন। এছাড়া একজন হকারও উচ্ছেদ করবেন না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ আপনারাও আইন অনুযায়ী চলবেন। আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই। কারণ তারা হুকুম পালন করতে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে হকারদের উচ্ছেদ করেন। বড় বড় হোটেল, রেস্টুরেন্টগুলো ফুটপাথ সহ রাজপথ দখল করে বসে আছে। অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না, করছে কেবল গরীব হকারদের উপর। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ সংবিধানে নেই। তাই প্রয়োজন হলে আইনীভাবে মোকাবেলা করে হকারদের কথা তুলে ধরা হবে। একজন মানুষ মারা গেলে কবর দেওয়ার জন্য ৪ বা ৫ ফুট জায়গার প্রয়োজন। আর সে স্থানে হকারদের ২ ফুট জায়গায় দোকান করে দেওয়া হয়েছে। যে বহুতল ভবনের কথা বলা হয়েছিল আজ পর্যন্ত তার নকশা আমরা দেখিনি।

হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত বলেন, যদি দেশে হকারদের জন্য আইন প্রনয়ন করে হাকারদের নিয়ন্ত্রণ সম্ভব হতো। তাহলে হকারদের এই দুঃখ, দুর্দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব হতো। রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্য হকারদের খুঁটি হিসেবে ব্যবহার করবেন না। যদি সংসদ সদস্য শামীম ওসমান হকারদের সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে তার নজির স্থাপন করুন।

হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর হকার্স লীগ’র সভাপতি আব্দুর রহিম মুন্সি, হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহকারী সাধারণ সম্পাদক দীলিপ কুমার দাস, বিপ্লবী শ্রমিক সংহতির আবু হাসান টিপু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, শ্রমিক জাগরণ’র নেতা জাহাঙ্গীর আলম গোলক প্রমূখ।

অবস্থান কর্মসূচি শেষে হকারদের একটি বিক্ষোভ মিছিল চাষাঢ়া শহীদ মিনার হতে নগরীর ২ নং রেল গেইট ঘুরে প্রেস ক্লাব এসে শেষে হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ