বিএনপির আইনজীবীদের প্রতিবাদে নেই তৈমূর অনুসারীরা, রহস্য!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষক সাধারণ সভা শেষে বিএনপির সকল আইনজীবীরা যখন ঐক্যবদ্ধভাবে এজিএম আর নির্বাচন কমিশনের বিরোধীতা করে বিক্ষোভ সমাবেশ করছিলো তখন তাতে দেখা মিলেনি এড. তৈমূর আলম খন্দকারের অনুসারী গুটি কয়েক আইনজীবীর। সে সময়ে তাদেরকে দেখা গেছে দুরে দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ দেখতে, পরে মিডিয়ার ক্যামেরা দেখে তারা দ্রুত সেখান থেকে সটকে পরেন কিন্তু বিক্ষোভে অংশ নেননি।

সরেজমিনে বৃহস্পতিবার আদালতপাড়ায় গিয়ে দেখা যায়, জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে বিএনপির আইনজীবীরা এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এজিএম এবং বার নির্বাচনের জন্যে গঠিত নির্বাচন কমিশনের বিরোধীতা করে বিক্ষোভ সমাবেশ করেন জেলা বার ভবনের সামনে দাড়িয়ে। বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী এড. খোরশেদ আলম মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. আজিজুর রহমান মোল্লা, আইনজীবী ফোমারে যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, এড. কামাল হোসেন মোল্লা, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন. এড. আনিসুর রহমানসহ বিএনপির আইনজীবীরা।

কিন্তু বিএনপির আইনজীবীদের এই বিক্ষোভ সমাবেশে অংশ না নিয়ে কিছুদুর দাড়িয়ে তা দেখছিলেন এড. তৈমূর অনুসারী আইনজীবী এড. আবদুল হামিদ ভাষানি, এড. আজিজ আল মামুন, এড. শরিফুল ইসলাম শিপলুসহ কয়েকজন বিএনপির আইনজীবী। এ সময় সাংবাদিকের ক্যামেরা তাদের দিকে তাক করা হলে দ্রুত তারা সে স্থান থেকে সটকে পরেন। যা আদালতপাড়ায় ব্যাপক রহস্যের জন্ম দিয়েছে। অনেক বিএনপির আইনজীবী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, আইনজীবীদের সকলের স্বার্থ রক্ষার জন্যে আন্দোলন হচ্ছে অথচ তারা বিএনপির সমর্থক আইনজীবী হয়েও দুরে দর্শকের ভূমিকায় দাড়িয়ে থাকে, আন্দোলনে অংশ নেননা, এরচেয়ে দু:খজনক আর কিছু হতে পারেনা। অনেক আইনজীবীতো মনে করেন তৈমূর অনুসারী কয়েকজন আইনজীবী সরকারী দলের মদদপুষ্ট হয়ে আন্দোলন থেকে দুরে থাকছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ