নারায়ণগঞ্জ মেইল: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে জেলা আইনজীবী ফোরামের। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাচন বানচালের জন্যে জল কম ঘোলা হয়নি। আসন্ন নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা চিন্তা করে বিএনপির আইনজীবীদের একটি পক্ষ নির্বাচন ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ফোরামের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রীক পন্থায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের প্রকৃয়া সম্পন্নের পথে। এর ফলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নির্বাচনী আমেজ দেখা গেছে বিএনপির আইনজীবীদের মাঝে। সম্ভাব্য প্রার্থীদের দেখা গেছে নির্বাচনী গণ সংযোগ করতে।
সোমবার ৩০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে বিএনপির আইনজীবীদের নির্বাচনী আলোচনায় সরগরম আদালতপাড়া। সকলের মাঝেই নির্বাচনী আমেজ। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৫টি পদে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।
আদালত সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই নির্বাচনের জন্যে দুটি প্যানেলে দশজন আইনজীবী প্রস্তুতি নিতে শুরু করেছেন। এর এক পক্ষে সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. মাসুদা বেগম শম্পা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন নির্বাচন করবেন। অপর পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন এড. আবদুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক পদে এড. আজিজ আল মামুন, সিনিয়র সহ সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসেন প্রতিদ্বন্দিতা করবেন।
এছাড়াও সভাপতি পদে এড. মশিউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক পদে এড. আজিজুর রহমান মোল্লা ও এড. সুমন মিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।