নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদ ‘নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি’র ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের লাইফ মেম্বাররা এই বার্ষিক সভায় অংশগ্রহণ করে।

সংগঠনের সাবেক সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় চারটি এজেন্ডার উপর আলোচনা করা হয়।

এজেন্ডাগুলো হলো, গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও অনুমোদন, কোষাধ্যক্ষ কর্তৃক সমিতির ২০২১-২০২৩ সনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন এবং পরবর্তী বছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ দান।

সভা সূত্রে জানা যায়, সংগঠনের বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ইতিপূর্বে বহিষ্কৃত দুর্নীতিবাজ সাবেক সভাপতি ডা:  শাহনেওয়াজ চৌধুরীকে পুনর্বাসনের জন্য সংগঠনের একটি অংশ বিগত কয়েকদিন যাবত বেশ তৎপরতা চালিয়েছে। বার্ষিক সাধারণ সভার আগে ডাঃ শাহানাজ চৌধুরীর বিরোধিতাকারি বেশ কয়েকজনকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সভায় তারা আর সুবিধা করতে পারেনি। ডা শাহনওয়াজ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপিত হলে এজেন্ডায় না থাকায় বিষয়টি সাথে সাথে নাকচ করে দেয়া হয়।

উল্লেখ থাকে যে, গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির ২০২৫-২০২৭ সালের নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ জনের কমিটির ১৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একটি পদ শূন্য থাকে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সভাপতি এডভোকেট সওকত আলী, এওয়াইএম হাসমত উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তারেক আফজাল, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ খাজা আজিজুল হক, সদস্য মাজহার হোসেন মাসুম, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, সাইদুল ইসলাম শাকিল, শাহিনুর আলম, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট বিএম হোসেন, খাজা আহসানুল্লাহ ও নাসির উদ্দিন মন্টু। যুগ্ম কোষাধ্যক্ষের একটি পদ শূন্য রয়েছে।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির লাইফ মেম্বার অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হাসপাতাল সুপার ডা: হাবিবুর রহমান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: শামীম ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট ডা: ফারুক হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ