দানবীর মেজবাহুল বারীর মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মেজবাহুল বারীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বারী গ্লোবাল ফাউন্ডেশন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন আদর্শ স্কুলে এ আয়োজন করা হয়।

এ সময় শতাধীক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচিতে আগত অতিথিরা মরহুম মেজবাহুল বারীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, দানবীর মেজবাহুল বারী ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি নারায়ণগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তাছাড়া আর্ত মানবতার সেবায় তার অবদান এখনও শ্রদ্ধাভরে স্মরণ করেন নারায়ণগঞ্জের মানুষ। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সাবেক সভাপতি সহিদুর রহমান বাঙ্গালি, আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, দৈনিক ইনকিলাবের সিনিয়য়র রিপোর্টার জামালউদ্দিন বারী, আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ম্যানেজিং কমিটির সদস্য রবিউল আলম খানসহ মরহুমের পরিবারের সদস্যগণ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ