প্রশাসনে ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ পল্টন থানা নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল।

রবিবার (৩১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আহ্বায়ক মনির হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব গুলজার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, যুবদল নেতা লিংকন খান, মোঃ হোসেন, শাহিন, মির রাজিব।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উজ্জ্বল হোসেন, নুর আলম সিকদার, মোঃ আবদুল্লাহ, শাহ আলম খান, আলমাস সরদার, কার্যকরী সদস্য রশিদ মিয়া, মুকুল মিয়া, আলাউদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি মোঃ জসিম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি ইমতিয়াজ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জাকির হোসেন, সদস্য জয়নাল, ইমন প্রমূখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি দেখেছি বর্তমান সরকারের পেটোয়া বাহিনী ঢাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশে নিজেরাই হামলা চালিয়ে কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে এই অবৈধ সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট নেই। প্রশাসনের উপর ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে। তারা জনগণের সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলছে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে লাগামছাড়া হয়ে গেছে। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু এই লুটেরা সরকারের সেদিকে কোনো মাথাব্যথা নেই। এর কারণ দেশে গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তার জন্য রাজপথে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। সবাইকে সেই আন্দোলনে শরিক হতে সবাইকে আহ্বান জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ