নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল বলেছেন, “নারায়ণগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক পটভূমি। এখান থেকেই বহু আন্দোলন-সংগ্রামের সূচনা হয়েছে, বহু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। কারণ আমরা সবসময় বিশ্বাস করি—নারায়ণগঞ্জ একটি রাজনৈতিকভাবে উর্বর মাটি। এখানকার নেতাকর্মীরা বরাবরই সজাগ, সচেতন ও সংগঠিত।”
আগামী ২৭মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। বুধবার ( ২১ মে) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় ।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ’ একটি ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা হাজারো মানুষের বহর নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করে সেটিকে সফল করবেন।”
তিনি আরো বলেন, “আজকের এই প্রস্তুতিমূলক সভা প্রমাণ করে আমরা প্রস্তুত। নির্ধারিত দিন দুপুর দুইটার মধ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত থাকবেন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন। সেই বক্তব্য থেকেই আমরা আগামী আন্দোলনের পথনির্দেশনা নিয়ে ফিরে আসব—আরও সংগঠিতভাবে, আরও উদ্দীপনায়।”
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল ।