কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কার্যকরী সদস্য আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সদস্য হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপি’র সদস্য সচিব নাজমুল হক রানা, যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

সোমবার ( ১৫ মে ) বিকেল চারটায় খানপুর হাসপাতাল রোড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর বিএনপি।

 

বিক্ষোভ মিছিলটি নগরীর খানপুর থেকে শুরু হয়ে মেট্রো হলের মোড় ঘুরে মিশনপাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে সমাপ্ত হয়।

 

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হয়ে গেছে। আর তাতে ভয় পেয়ে এই অবৈধ সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটক করছে। আমরা এ সকল মিথ্যা মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি এই সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, হামলা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। এই অবৈধ ভোট চোর সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। বিজয় আমাদের সুনিশ্চিত। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবারো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশের মানুষ ফিরে পাবে তাদের মৌলিক অধিকার।

 

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, বিএনপি নেতা হারুন উর রশিদ লিটন, মহিউদ্দিন শিশির, শাহাদুল্লাহ মুকুল, কাজী নাঈম, আবুল হোসেন রিপন, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মামুন ভূইয়া, মহানগর ছাত্রদলের ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, কৃষক দল নেতা আক্তার হোসেন সবুজ, মনোয়ার হোসেন সোহেলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ