ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি-সেক্রেটারির নেপাল যাত্রা

প্রেস বিজ্ঞপ্তি: নেপাল ফটো সাংবাদিকদের সংগঠন ‘ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস’ এর আমন্ত্রণে নেপাল ভ্রমণে যাচ্ছেন নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল ও মনিরুল ইসলাম সবুজ। হাবিবুর রহমান শ্যামল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি। মনিরুল ইসলাম সবুজ একই সংগঠনের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তাদের এই নেপাল যাত্রা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাসিম সিকদার ও সাধারণ সম্পাদক জীবন আমিরসহ দেশের মোট বারোজন ফটো সাংবাদিক আন্তর্জাতিক এই সফরে যাচ্ছেন। বুধবার সকাল নয়টায় বাংলাদেশ বিমানে করে তারা দেশ ছাড়বেন। সেখানে দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ ‘অ্যামাজিং বাংলাদেশ’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনী, ফটো সাংবাদিকদের পুরস্কার বিতরণ, আলোকচিত্র কর্মশালায় অংশ নেবেন। ৬ দিনের ভ্রমণ শেষে আগামী ২৬ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন।

নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকসহ সকলের কাছে তারা দোয়া চেয়েছেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ