জাকির খানের গ্রেপ্তারে অ্যাডভোকেট সাখাওয়াতের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে এডভোকেট সাখাওয়াত বলেন, বর্তমান নিশি রাতের সরকার বুঝে গেছে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তাই তারা ক্ষমতায় টিকে থাকতে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আর এর অংশ হিসেবে সারাদেশে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতন চালাচ্ছে। ভোলা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সরকারের পেটুয়া বাহিনী। সেই সাথে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে আর গ্রেফতার করছে। যেমন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জাকির খানের মুক্তি দাবি করছি। সেই সাথে নারায়ণগঞ্জ সহ সারা দেশের অসংখ্য নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ