যুবদল সভাপতি মন্তুর বাড়িতে পুলিশ, মহানগর যুবদলের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর বাসায় বিনা কারণে সকল রাজনৈতিক মামলায় জামিনে থাকা সত্ত্বেও হয়রানীর উদ্দেশ্যে পুলিশী তল্লাশীর নামে বাড়ির শিশু ও নারীদের সাথে অশোভন আচরণ, বাড়িঘরে বেপরোয়া হামলা চালিয়ে ভাংচুর করে আতংক সৃষ্টি করেছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, এ অবৈধ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে ব্যর্থ এ ভুয়া সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে মহানগর যুবদলের সংগ্ৰামী আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুকে পুলিশ দিয়ে হয়রানি করছে। মহানগর যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কাউকে বিনা কারণে অত্যাচার বা হয়রানি করা না।অবিলম্বে এসকল হয়রানি বন্ধ করারও আহবান করছি।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ