খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ছাত্রদলের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুন ) বিকেলে দেওভোগ পাক্কা রোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান তুষার, সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া,মহানগর ছাত্রদলের সদস্য হাবিবুর রহমান মাসুদ, ইমরান আহমেদ তুসার,জুনায়েদ মোল্লা জনি, রিয়াজুল আলম ইমন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরাম হৃদয়, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক মিয়া, আব্দুল্লাহ আল মামুন, সৈকত হাসান সোহাগ, ১নং সদস্য ফাইজুল আলম সিজান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য মোঃ হাবিব, সরকারী কদম রসূল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেদ, ছাত্রদল নেতা নাজমুল আলম জোয়ারদার, আব্দুর রহমান, আজহারুল ইসলাম নিরব,জাহেদ আলী খান শৈবাল, নাহিদ আহমেদ অপু, মেহেদি হাসান আলামিন, সোহাগ, রাকিবুল হাসান, রায়হান আহমেদ দীপ, মমিনুল ইসলাম, মো. সিফাত প্রমুখ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ