সোনারগাঁয়ে শামীমের নেতৃত্বে ছিনতাই চক্র ফের সক্রিয়

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারী শামীমের নেতৃত্বে ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় ছিনতাই করে মানুষে নগদ অর্থ মোবাইল সেট ও সিএনজি অটোরিক্সা ছিনতাই করে থাকে। এতে করে মানুষ দিন দিন অসহায় হয়ে পড়েছে। শামীম বাহিনীর ছিনতাইয়ে কারনে অনেক অটোরিক্সা চালক নিরাপত্তাহীনতায় রয়েছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ চক্রটি ছিনতাই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ চক্রের হোতা শামীমের বিরুদ্ধে মতিঝিল, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁওসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়,উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের নূরুল হকের ছেলে শামীমের নেতৃত্বে আনছর আলীর ছেলে মঞ্জু, সালাম মিয়ার ছেলে চন্দন,গোলজার ওরফে গুলুর ছেলে রুহুল আমিন,সুমন ওরফে টুন্ডা সুমন ও নুরুল ইসলাম ওরফে বাক্কু একটি সিন্ডিকেট করে মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্পটে রাতে ও দিনের বেলায় মানুষের কাছ থেকে ছিনতাই করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এছাড়াও সড়কের চলাচলরত বিভিন্ন অটোরিক্সা চালকদের কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। গত দু’মাসে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়ক থেকে বেশ কয়েকটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অটোরিক্সা চালকরা।

ঊস্তল এলাকার জনৈক অধিবাসী জানান, দীর্ঘদিন ধরে এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। নগদ টাকা, স্বর্ণলংকার,মোবাইল সেট ও অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিতাইকারীরা। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কোবাগা গ্রামের একজন জানান, রাতের বেলায় ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাতে চলাফেরা করতে ভয় হয়। কখন ছিনতাইকারীদের টার্গেট হয়ে লাশ হয়ে যাই। এ থেকে দ্রুত উত্তরণ চাই।

চরতালিমাবাদ গ্রামের জনৈক মাছ ব্যবসায়ী জানান,রাতের শেষ ভাগে গাউছিয়া পাইকারী মাছ বাজারে মাছ কিনতে যাওয়ার পথে বাগবাড়িয়া কবরস্থান এলাকায় আমাদের ছিনতাইকারীরা অস্ত্র ঠেঁকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ