সোনারগাঁয়ে নৌকাডুবির শংকা, সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মোগরাপাড়া ্ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়য়ারম্যান পদে মোট ছয়জন প্রতিদ্বন্দিতা করছেন। তবে মূল লড়াই হবে সরকারী দল আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী সোহাগ রনি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আরিফ মাসুুদ বাবুর মাঝে।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের জনসমর্থন সাবেক চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর পক্ষেই বেশি। নৌকার প্রার্থী সোহাগ রনি বিগত সময়ে এলাকায় বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকায় এবার সোনারগাঁয়ে নৌকাডুবির শংকা করছেন তারা। তবে স্থানীয়দের সবচেয়ে বেশি শংকা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। ভোটাররা সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকায় রয়েছেন। তাদের মতে নির্বাচন সুষ্ঠ হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন আরিফ মাসুদ বাবু। তবে সরকারী দল নৌকা রক্ষায়য় বিকল্প পথ ব্যবহার করলে ভোটারদের রায়ের প্রতিফলন দেখা যাবেনা বলেও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, সোনারগাঁয়ে আওয়ামীলীগের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য আরিফ মাসুদ বাবু। বিগত সময়ে তার ছিলো ক্লিন ইমেজ আর সাধারণ মানুষের সাথে সুুসম্পর্ক। তাই ভোটের মাঠে তিনিই এগিয়ে রয়েছেন। অপরপক্ষে নৌকার প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ একাধীক অভিযোগ স্থানীয়দের। সোনারগাঁবাসীর মতে, এক সময়ের সহায় সম্বলহীন সোহাগ রনি রাজনীতির বাঁকা পথে কোটি কোটি টাকার মালিক হয়ে আজ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু চেয়ারম্যান হওয়ার মতো জনসমর্থন তিনি অর্জন করতে পারেননি। আর ভোটারদের কাছে জনপ্রিয়তা না থাকলে স্থানীয় নির্বাচনে শুধুমাত্র প্রতীক দিয়ে জয়লাভ করা যায়না- এমনটাই অভিমত মোগরাপাড়ার ভোটারদের।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নিয়ে মামলার জটিলতার কারনে মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন দীর্ঘ দিন ধরে স্থগিত ছিল। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের সোহাগ রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ