ভুইগড়ে বিএনপির আলোচনা সভায় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ আয়োজিত জনসভা সফল করতে ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।


শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন ভূইগড় কাজিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন সোনালী সংসদের মাঠে কুতুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন।


দূর্যোগপূর্ন আবহাওয়ার মাঝেও মোঃ জাহাঙ্গীর আলম শতশত নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো শোডাউন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় নেতাকর্মীরা চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে মুর্হমুর্হ স্লোগানে স্লোগানে চারিপাশ মুখরিত করে তোলে।


এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি নিয়াজ উদ্দিন মাতব্বর, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক মোঃ আহমেদ আলী, সদস্য সচিব মোঃ ইমরান হাওলাদার, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো এবাদুল সরদার, থানা শ্রমিক দল নেতা মোঃ রিয়াজ হাওলাদার, মোঃ সোলায়মান, মোঃ আব্দুস সালাম, মোঃ মামুন মিয়া, আবুল বাশার, মোঃ এনায়েত উল্লাহ, মোঃফজলে রাব্বি, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আবু জাহের, রনী সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ