প্রয়াত আইনজীবী গিয়াসউদ্দিন স্মরণে দোয়া

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্য গিয়াস উদ্দিনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল আমিন রনির সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন  পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এড. মনিরুজ্জামান বুলবুল, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, এড. জিপি এড. মেরিনা বেগম সহ আইনজীবীবৃন্দরা।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ