উকিলপাড়ায় অরক্ষিত লেভেল ক্রসিং, ঝুঁকিতে পারাপার

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের উকিলপাড়ায় ট্রেনের লেভেল ক্রসিং না থাকার ঝুঁকি নিয়েই প্রতিদিন রাস্তা পারাপার হচ্ছেন হাজার হাজার মানুুষ। যে কোনো সময় ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। তাই অবিলম্বে ব্যস্ত এ সড়কে লেভেল ক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে উকিলপাড়ায় গিয়ে দেখা গেছে এখানকার লেভেল ক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। এখানে নেই কোনো সিগন্যাল বা গেটম্যান। ফলে খোলা লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়েই পার হচ্ছেন পথচারীরা। ট্রেন এলে দৌড়ে অনেকে নিরাপদ দুরত্বে সরে যাচ্ছেন। দুইপাশ দিয়ে যাতায়াতকারী যানবাহন নিজ দায়িত্বে দুই পাশে অবস্থান নিচ্ছে। সামান্য সময়েয়র ব্যতিক্রম হলেই ভয়াবহ দূর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।

স্থানীয় অধিবাসী রমজান আলী ক্ষোভের সঙ্গে জানান, দীর্ঘদিন যাবত এখানে ট্রেন এলে মানুষ অতঙ্কিত হয়ে পরছে কারণ এখানে লেভেল ক্রসিং নাই। এখানে একজন গেটম্যান খুবই প্রয়োজন। তানাহলে বড় ধরনের কোনো দূর্ঘটনার আশংকা থেকে যাচ্ছে।

এ বিষয়ে জানতে স্থানীয় নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি নারায়ণগগঞ্জ মেইলকে বলেন, রেলওয়ের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবো।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ