নারায়ণগঞ্জ মেইল: একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ কোর্টের এপিপি বৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্ন’র ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফজলুর রহমান ফাহিম, অতিরিক্ত পাবলিক প্রসিকিটর এডভোকেট মোজাম্মেল মল্লিক শিপলু, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম ও এড হাফিজুর রহমান মাসুদ