বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা

নারায়ণগঞ্জ মেইল: সিদ্ধিরগঞ্জে বাস ভাঙ্গচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিষয়টি মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

 

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার নেই।

 

মামলায় না:গঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, না:গঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, না:গঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, না:গঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, না:গঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাগর, না:গঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, বিএনপি নেতা আব্দুল হাই রাজু, আব্দুল হালিম জুয়েল, লুৎফর রহমান খোকা, হাজী শহিদুল্লাহ, শ্রমিক দল নেতা আব্দুল্লাহ মামুন,আকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ