সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ফতুল্লা থানা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে জানা গেছে।
ফতুল্লা ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠেকাতেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাঁজানো গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার করছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ। এমনিভাবে অভিযান চালিয়ে ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
যুবদল নেতা বাবুর গ্রেপ্তারে ফতুল্লা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মিয়া এবং অবিলম্বে গায়েবী মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন তিনি।
৩ ডিসেম্বর শনিবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান পারভেজ।
বিবৃতিতে পারভেজ বলেন, গায়েবী মামলা হামলা হুমকি ধমকি গণগ্রেপ্তার করেও জনগণের দাবি ও অধিকার আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না। ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ গণসমাবেশে ফতুল্লার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।