শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবকে ব্যাট‌ দি‌লেন তানভীর টিটু

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগ‌ঞ্জের ঐ‌তিহ‌্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লা‌বের ৩৫ বছর পূর্তি উপল‌ক্ষে শু‌ভেচ্ছা স্বরুপ ২‌টি ক্রিকেট ব‌্যাট ক্লাব কর্মকর্তা‌দের হা‌তে তু‌লে দেন শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লা‌বের সা‌বেক খে‌লোয়ার বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপ‌তি তানভীর আহ‌মেদ টিটু।

শুক্রবার (২২ জানুয়া‌রি) দুপু‌রে নগরীর ওসমানী পৌর স্টে‌ডিয়া‌মে শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লাবের কর্মকর্তা‌দের হা‌তে ব‌্যাট ২‌টি উপহার স্বরুপ তু‌লে দেন টিটু।

এসময় ক্লাব কর্মকর্তা‌দের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন ক্লা‌বের সভাপ‌তি ডা. র‌কিবুল ইসলাম শ‌্যামল, সহ সভাপ‌তি এস এম রানা, সাধারন সম্পাদক মাকসুদ উল আলম, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান লিপন, কোষাধক্ষ‌্য মোঃ কামরুজ্জামান। আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক ক্রিকেট খে‌লোয়ার টিপু, জু‌য়েল ও মাসুদ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ