খেলাধূলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে: এমআরকে রিয়েন

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে যুব সমাজের উদ্যোগে শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর পুত্র ও এসবি স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমআরকে রিয়েন বলেন, ব্যাডমিন্টন খেলাধূলা আমাদের সকলের শরীর ও মনকে ভালো রাখে। খেলাধূলা সকল অপরাধ থেকে দূরে রাখবে তাই খেলাধূলার বিকল্প নেই। সকল অন্যায়, অপরাধ দমনে ও নিজেকে বিরত রাখতে খেলাধূলাকে সঙ্গী করে নিতে হবে। সে জন্য নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আকাশ মোল্লা, ফাহিম, ওমর, সাদ্দাম প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ