নারায়ণগঞ্জ মেইল: বিনিময় বৃদ্ধি, সহযোগিতা উন্নয়ন, বন্ধুত্বের দৃঢ়তা, উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্যে পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের( SDLQ & CSI JV, PMRB) কর্মকর্তা দ্বারা সাদা দল এবং নীল দলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাশীপুর হাটখোলা খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় ৪-১ গোলে সাদা দল বিজয়ী হয়েছে
টুর্নামেন্টে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও প্রকল্পের ব্যবস্থাপনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেতু কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ বাশার, মোঃ দীপক, ভারপ্রাপ্ত টিম লিডার মোঃ জহুরুল হক, নিরাপত্তা বিভাগের ম্যানেজার মোঃ লিটন হোসেন এবং নির্মাণ কাজের দায়িত্বরত প্রধান ইঞ্জিনিয়ার ইয়াং হাইপো, টেকনিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ফেং জ্যাংশিয়ান, নিরাপত্তা বিভাগের ম্যানেজার শিয়ান মেংজুন এবং সহকারী ইঞ্জিনিয়ার লি জি,ওয়াং হেং, সি উই সহ অনেকেই উপস্থিত ছিলেন।