নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো অবস্থান নেই। হেফাজতের কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন কিংবা সমর্থন করেন, তাহলে তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
মহাসচিব সাজিদুর রহমানকে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
এ ছাড়া ‘জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমনকি হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসুল, কোরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে, সে ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।’
সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানিয়েছে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
সূত্র: দৈনিক প্রথম আলো