নৌকার প্রচারণায় জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণা চালিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে শহরে গণসংযোগ করেছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এসময়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রোববার ( ২ জানুয়ারি ) বিকেল তিনটায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে আসেন  জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এর আগে থেকেই নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড নৌকার মিছিল নিয়ে পার্টি অফিসে এসে জড়ো হতে থাকে। পরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহরে নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, স্বাধীনতার মার্কা নৌকা, নৌকা উন্নয়নের মার্কা নৌকা নৌকা। শ্রমিক লীগের নেতাকর্মীদের মুখে মুখে এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে  পুরো শহর। গণসংযোগটি আওয়ামীলীগের পার্টি অফিস থেকে আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে আগামী ১৬ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আইভী এর আগে দুই দুইবার এই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে । ইনশাল্লাহ আগামী ১৬ জানুয়ারিও জনগণের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় ভাবে অনুমোদিত কমিটি। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি না বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের সুপারিশক্রমে এই দেওয়া হয়েছে। সুতরাং এই কমিটি নিয়ে বিরোধীতা করে নিজের মধ্যে বিরোধ সৃষ্টি করবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বায়ক কমিটির সাথে কাজ করার আহ্বান করছি।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. হুমায়ূন কবির, সহ-সভাপতি মো. মহসীন ভূঁইয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান আহাম্মদ, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আহমেদ । এছাড়াও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মেম্বার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, সদস্য মোখলেসুর রহমান, আলী হোসেনসহ জেলা আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ