নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, দৃশ্যমান কোনো উন্নয়নই চোখে পড়ছে না। যে কারণে অতিরিক্ত পরিমাণ কর প্রদান করেও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। মানুষ এখন পরিবর্তন চায়। হাতি মার্কার মাধ্যমে সেই পরিবর্তনের জোয়ার এসেছে।
শনিবার (১ জানুয়ারি) দিনভর নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ চলাকালে নগরীর নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় সরকার দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন তৈমুর।
এর আগে সকালে কর্মী সমর্থকদের নিয়ে নগরীর সেন্ট্রাল খেয়াঘাট থেকে প্রচার প্রচারণা শুরু করেন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে তিনি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে বন্দর এলাকার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের কাছে নানা পরিকল্পনার কথা তুলে ধরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আইভীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।
তৈমুর আলম অভিযোগ করে বলেন, নিজস্ব ঠিকাদারদের দিয়ে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ ও উন্নয়নের কাজ করায় বাস্তবে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন চোখে পড়ছে না। তবে জনগণ তাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জের ব্যতিক্রম ঘটবে। নগরীর যানজট নিরসন, নগর স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বয়স্কদের সময় কাটানো ও বিনোদনের ব্যবস্থা, প্রতিটি ওয়ার্ডে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ তৈরি করা, ছাদ বাগান করতে নগরবাসীকে উৎসাহিত করাসহ নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন সবুজ নগরীতে পরিণত করতে চান তৈমুর। একশ বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে গিয়ে হাতি প্রতীকে ভোট চান তিনি।