তৈমুরের উদ্দেশ্যে আইভী “আপনি আমার বাবার শিষ্য”

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি তৈমুর আলম খন্দকার কাকাকে অভিনন্দন জানাই। তিনি নির্বাচন করবেন আমি খুশি।

আপনি আলী আহমদ চুনকার শিষ্য, আমি চুনকার মেয়ে। আমি খুশি মনে তার সঙ্গে নির্বাচন করবো।

এটা হবে কাকা-ভাতিজীর নির্বাচন। তবে আপনার কাছে বলতে চাই ভুল তথ্য দেবেন না।

রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কাছে শুনে কথা বলবেন না।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে না পারলে আমরা এগোতে পারবো না। স্বাধীনতার কথা মনে রেখে পৃথিবীর সব দেশ এগিয়ে গেছে, আমরাও যাবো। উন্নয়ন সারাদেশেই হচ্ছে, নারায়ণগঞ্জেও কোনো অংশে কম হয়নি। আজকে প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন বলেই আমি কাজ করেছি এবং আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। ’

তিনি বলেন, ‘আমি যখন প্রথম ২০০৩-এ নির্বাচন করেছিলাম দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌর চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সবাই এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালেও  দেওভোগবাসী আমাকে সাপোর্ট দিয়েছে। আমি ২৭টি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সবসময় আমাকে পাহারা দিয়ে রেখেছে, সাহস যুগিয়েছে। ’

মেয়র বলেন, ‘আপনারা জানেন বন্দরের মানুষ কী রকম ভালবাসতো আমার বাবাকে। তারা বার বার আমাদের ভোট দিয়েছে। সিদ্ধিরগঞ্জ শ্রমিকদের এলাকা। তারাও আমাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন দিয়েছে। আমি সবখানে কাজ করেছি। কখনো ভেদাভেদ করিনি যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির এলাকা। ’

তিনি আরও বলেন, ‘অনেকে বলেছে বাবুরাইল খাল করে আমি দুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন সুন্দর হয়েছে। ’

আইভী বলেন, ‘আমি জয় বাংলা বলবোই। জয় বাংলা আমার চেতনা, আমার অনুপ্রেরণা। আমার বক্তব্য কাট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আপনাদের বলতে চাই আল্লাহকে ভয় করেন। আমি আমার নিজের দলের প্রতি আনুগত্য রেখেই সবার জন্য কাজ করেছি। আমি আমার রাসূলকে (সা.) ভালবাসি। পাশাপাশি ধর্ম-কর্মও পালন করি। কোনো মুসলমান রাসূলের (সা.) শাফায়েত ছাড়া বেহেশতে যেতে পারবেন না। ’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ