নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত কমিটির বিরোধিতাকারীদের সরকারি এজেন্ট বলে আখ্যায়িত করেছেন যুবদল নেতা শহিদুল ইসলাম। সরকারি দল আওয়ামী লীগের সাথে আঁতাত করে যুবদলের ঐক্য নষ্ট করার জন্য এসকল বিপথগামী নেতাকর্মী ষড়যন্ত্র করছে বলে দাবি শহিদুলের।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মহানগর যুবদলের নবগঠিত কমিটি রাজপথের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয় গঠন করা হয়েছে। এই কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এই কমিটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের অনুমতিক্রমে দেয়া হয়েছে। তাই এই কমিটির বিরোধিতা যারা করছেন তারা তারেক রহমানের বিরোধিতা করছেন। তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সেক্রেটারির বিরোধিতা করছেন। কিন্তু এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যারা এই ধরনের বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছেন তারা কোনদিন শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারেন না। তারা অবশ্যই সরকারি দল আওয়ামী লীগের এজেন্ট। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যুবদলের ঐক্য নষ্ট করার পায়তারায় লিপ্ত হয়েছেন। তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, শহীদ জিয়ার আদর্শে গড়া এই দলের সুনাম কাউকে নষ্ট করতে দেয়া হবে না। প্রয়োজনে তাদেরকে প্রতিরোধ করা হবে।
কমিটিতে পদের জন্য বিশৃংখলা সৃষ্টিকারি বিপথগামী নেতাকর্মীদেরকে সুপথে আসার আহ্বান জানিয়ে শহিদুল বলেন, এখন বিএনপির খুবই দুঃসময় যাচ্ছে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন যদি আমরা নিজেদের মাঝে মারামারি কাটাকাটি হানাহানি করি তাহলে আমাদের প্রতিপক্ষ এটার সুবিধা নেবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। তাই সকল বিভেদ ভুলে গিয়ে আমরা সকল জিয়ার সৈনিকদের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেত্রীর মুক্তির আন্দোলনে শরিক হবো সেই আহ্বান রইলো সকল যুবদল নেতাকর্মীদের কাছে।