নারায়ণগঞ্জ মেইল: নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর ) সন্ধ্যায় শহরের প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন নবগঠিত মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও শাহেদ আহমেদ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী দিনের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ঐক্যবদ্ধ কাজ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং মহানগর আওতাধীন সকল ইউনিটের যুবদলের নেতাকর্মীদের নিয়ে আগামীতে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত সকল কর্মসূচি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন যুবদল নেতারা।
এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হবে বলে জানান তারা ।