কাশীপুরে নৌকার গণমিছিলে আল-আমিনের শো-ডাউন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম সাইফউল্লাহ বাদলের নৌকা প্রতীকের গণমিছিলে জনতার শ্রোত নেমে আসে। মিছিলে হাজার জনতার ঢল নামে। কয়েক হাজার নারী-পুরুষের সমাগামে গণমিছিলটি উল্লাসে পরিনত হয়। নৌকার শ্লোগানে শ্লোগানে কাশীপুরের মাটি কম্পিত হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে কাশীপুর হাটখোলা খেলা মাঠ থেকে গণমিছিল বের হয়ে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা পদক্ষিণ করেন। এদিকে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম সাইফউল্লাহ বাদলের নৌকা প্রতীকে শেষ দিনের প্রচারনায় হাজারো জনতার ঢল নামে। সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগনকে নিয়ে নৌকার গণমিছিল বের করে।

এ সময় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন। কাশীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়েল সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সাইফুল্লাহ বাদলের গণমিছিলে যোগ দেন আল-আমিন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ