বিএনপি’র নির্দেশনা মানলেন মন্টু মেম্বার, ভাঙলেন খোকন মাস্টার

নারায়ণগঞ্জ মেইল: সারাদেশে চলছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় ১৬ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিএনপি’র কোনো নেতাকর্মী নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এমনকি নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিতে পারবে না- এই মর্মে একটি নির্দেশনা জারি করা হয়েছে কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে।

বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত ছিলেন কুতুবপুর ৮ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত মেম্বার মোহাম্মদ মন্টু মিয়া। তিনি নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি। দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচনে প্রার্থী হননি তিনি, দলের সিদ্ধান্তকে জানিয়েছেন সম্মান।

মন্টু মেম্বার দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করছেন ফতুল্লা থানা তাঁতী দলের আহ্বায়ক ওয়ালীউল্লাহ খোকন মাস্টার। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের অংশ নেয়ার বিষয়ে দলীয় নিষেধাজ্ঞা থাকলেও খোকন মাস্টার নিয়মিত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ পর্যায়ে পড়ে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। তাই খোকন মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ