নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপিতে একটা বড় অংশ দখল করে আছেন সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খান। নারায়ণগঞ্জে জাকির খানের রয়েছে প্রচুর অনুসারী ও কর্মী-সমর্থক। বিশেষ করে দেওভোগ এলাকায় জাকির খানের অসংখ্য ভক্ত রয়েছেন যারা জাকির খানের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। তেমনই একজন জাকির খান অনুসারী হলেন জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক।
নারায়ণগঞ্জের রাজনীতিতে জাকির খান এবং তার অনুসারীরা বরাবরই সাহসী ভুমিকা রেখে এসেছেন। তাদেরকে সবাই সাহসী হিসেবেই চিনে থাকে। সেই সাহসী নেতার একজন অনুসারী এবার সামান্য এক হুমকিতে ভয় পেয়ে বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাকির খানের একান্ত অনুসারী জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক আড়াইহাজার বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের হুমকিতে ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা সবাইকে হতবাক করেছে।
ঘটনার বিবরণে প্রকাশ গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে আজাদের বিপক্ষে জ্বালাময়ী বক্তৃতা দেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। এরপর থেকেই পারভেজ মল্লিকের উপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন নজরুল ইসলাম আজাদ। চতুর্মুখী চাপে ভেঙে পড়েন এই যুবদল নেতা। এমনকি তার পরিবারের লোকজনকেও ভয় দেখান আজাদ। কারণ আজাদ বিএনপি নেতা হলেও সরকারি দল আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার রয়েছে যোগসাজশ। এমনকি প্রশাসনের সাথে আঁতাত করে চলেন আজাদ। ফলে যে কাউকে ভয় দেখানো আজাদের বা হাতের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, আজাদের চাপে পড়ে যুবদল নেতা পারভেজ মল্লিকের পরিবারের লোকজন তাকে রাজনীতি থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। পারভেজ নিজেও এই চাপ সইতে না পেরে গত ৪ নভেম্বর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রকার রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। সেইসাথে নজরুল ইসলাম আজাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এদিকে নিজে চাপ দিয়ে পারভেজ মল্লিককে রাজনীতি ছাড়তে বাধ্য করার পরে আবার নিজেই ছুটে যান পারভেজ মল্লিকের বাসায়। ৪ নভেম্বর রাতে নজরুল ইসলাম আজাদ দলবলসহ ফিল্মি স্টাইলে পারভেজ মল্লিকের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দেন, পারভেজকে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু আজাদের এই লোক দেখানো নাটক বুঝে ফেলেন রাজনীতি সংশ্লিষ্টরা। সেইসাথে নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও বুঝতে বাকি থাকেনা আজাদের এই দ্বিমুখী রূপ। তাদের মতে আজাদ সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে।