“সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে”

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের কাছে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম নজরুল ইসলাম আজাদ। মূলত আড়াইহাজারের রাজনীতিতে সংশ্লিষ্ট থাকলেও পুরো নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের উপরে তার একক কর্তৃত্ব স্থাপনের জন্য মরিয়া হয়ে উঠেছেন এই সুচতুর রাজনীতিবিদ। এমনকি তার বিরুদ্ধে বিএনপির কোনো নেতাকর্মী কথা বললে তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এমনটাই দেখা গেছে অতিসম্প্রতি। আড়াইহাজারের একটি অনুষ্ঠানে নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। এই বক্তব্যের তিন দিন পরে সংবাদ সম্মেলন করে বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন যুবদল নেতা। যদিও তিনি পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক সিদ্ধান্তের কথা বলেছেন কিন্তু আজাদের চাপেই তাকে দল ছাড়তে হয়েছে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে বহুমুখী চরিত্রের অধিকারী নজরুল ইসলাম আজাদ মানসিক চাপ দিয়ে পারভেজ মল্লিককে রাজনীতি থেকে পদত্যাগে বাধ্য করার পরে আবার দলবল নিয়ে পারভেজ মল্লিকের বাসায় গিয়ে তাঁকে সান্ত্বনা দিয়েছেন, রাজনীতিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। আজাদের এই দ্বিমুখী চরিত্র দেখে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছে আজাদ “সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে”।

ঘটনার বিবরণে প্রকাশ গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে আজাদের বিপক্ষে জ্বালাময়ী বক্তৃতা দেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। এরপর থেকেই পারভেজ মল্লিকের উপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন নজরুল ইসলাম আজাদ। চতুর্মুখী চাপে ভেঙে পড়েন এই যুবদল নেতা। এমনকি তার পরিবারের লোকজনকেও ভয় দেখান আজাদ। কারণ আজাদ বিএনপি নেতা হলেও সরকারি দল আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার রয়েছে যোগসাজশ। এমনকি প্রশাসনের সাথে আঁতাত করে চলেন আজাদ। ফলে যে কাউকে ভয় দেখানো আজাদের বা হাতের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, আজাদের চাপে পড়ে যুবদল নেতা পারভেজ মল্লিকের পরিবারের লোকজন তাকে রাজনীতি থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। পারভেজ নিজেও এই চাপ সইতে না পেরে গত ৪ নভেম্বর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রকার রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। সেইসাথে নজরুল ইসলাম আজাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে নিজের চাপ দিয়ে পারভেজ মল্লিককে রাজনীতি ছাড়তে বাধ্য করার পরে আবার নিজেই ছুটে যান পারভেজ মল্লিকের বাসায়। ৪ নভেম্বর রাতে নজরুল ইসলাম আজাদ দলবলসহ ফিল্মি স্টাইলে পারভেজ মল্লিকের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দেন, পারভেজকে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু আজাদের এই লোক দেখানো নাটক বুঝে ফেলেন রাজনীতি সংশ্লিষ্টরা। সেইসাথে নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও বুঝতে বাকি থাকেনা আজাদের এই দ্বিমুখী রূপ। তাদের মতে আজাদ সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ