নারায়ণগঞ্জ মেইল: মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়পত্র জমা দিয়েছে কুতুবপুর,এনায়েতনগর ও গোগনগর, আলীরটেক, বক্তাবলী, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
রবিবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছে মনোনয়নপত্র জমাদেন প্রার্থীরা।
এদিন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস এম কাদির, কাউছার আহমেদ। এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী। গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম।
মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. রুহুল আমিন, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কামরুজ্জামান আবুল, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. ফরিদ ভূইয়া। গোগনগর ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রিপন শেখ, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আইয়ুব আলী।
অন্যদিকে, সদর উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমনা ভূঞার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলী, আবুল হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মিয়া, আমান উল্লাহ।
মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বক্তাবলী ইউনিয় পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আখিল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আতাউর রহমান, মো. মহিউদ্দিন ভূইয়া, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবু সাঈদ রিংকু, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রাসেল চৌধুরী, ১,২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী হাজেরা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী মরিয়ম বেগম, কাশিপুর ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. খোকা, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আবুল কাশেম, আলীরটেক ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল সোবহান, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. সাহাবউদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আওলাদ হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী আঞ্জুমান আরা যুথি।
প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।