স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি, সোহাগ রনির শোডাউনে সংক্রমণের শংকা

নারায়ণগঞ্জ মেইল: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে আহ্বান জানানো হচ্ছে সরকারের প্রতিটি দপ্তর থেকে। করোনা প্রতিরোধে দেশব্যাপী দীর্ঘদিন চলা লকডাউন শিথিল করা হলেও সকল প্রকার অপ্রয়োজনীয় জণসমাবেশকে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাজার হাজার লোকের অপ্রয়োজনীয় সমাবেশ ঘটিয়ে বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনি। ২১ আগষ্ট গ্রেনেড হামলা স্মরণে শনিবার এক বিশাল শোডাউন করেন তিনি। এই শোডাউনে প্রায় কয়েক হাজার লোকের জনসমাবেশ ঘটে। যেখানে ছিল না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানের বালাই। বেশিরভাগ নেতাকর্মীর মুখেই ছিল না মাস্ক, এমনকি আয়োজক সোহাগ রনিকেও দেখা গেছে মাস্ক ছাড়া মিছিলে নেতৃত্ব দিতে। যেখানে সরকার ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পড়ার প্রতি কঠোর অবস্থানে রয়েছে, সেখানে সরকারি দলের নেতা হয়ে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোহাগ রনির এহেন অপকর্মের নিন্দা জানিয়েছেন সচেতন মহল। এতে করে সোনারগাঁয়ে করোনা সংক্রমন বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় অনেকে।

জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মো: সোহাগ রনি ।

শনিবার ( ২১ আগষ্ট ) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে দুপুর থেকেই মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে মোগরাপাড়া কাচারী ভূমি অফিসের মাঠ প্রতিবাদ সমাবেশে এসে জড়ো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তা দিয়ে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে হয়ে মেঘনা ইকোমেনিক জোনের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্যে শাহ্ মো. সোহাগ রনি বলেন, রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। অবিলম্বে গ্ৰেনেড হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মো. সোহাগ রনি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোনারগাঁ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ্ জামাল তোতা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন মোল্লা, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য ইদ্রিস আলী । আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, তথ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান পিঞ্জর, সোনারগাঁ থানা ছাত্রলীগ নেতা ওয়ালিদ ওসমান, সোনারগাঁ কলেজ ছাত্রলীগ নেতা সজল ঘোষ, যুবলীগ নেতা মিন্টু, আলমগীর, রতন, পারভেজ, বাবুল, জাবেদ, লিজন, সাহেদ, সজীব, রাসেল, জুয়েল, শাওন, শাহ্ আলমসহ অনেকেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ