লকডাউনে কর্মহীন মানুষের পাশে নেই না:গঞ্জ আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ মেইল: মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পুরো বাংলাদেশ। করোনার সংক্রমণ প্রতিরোধে এপ্রিল মাস থেকে কেন যেন চলছে লকডাউন আর বিধিনিষেধ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে একটা বিশাল শ্রেনী। এসব অসহায় কর্মহীন মানুষ কাজ হারিয়ে এখন প্রায় দিশেহারা। পরিবারের প্রাত্যহিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক মধ্যবিত্ত শ্রেণীর মানুষও।

মহামারী করোনাভাইরাস গতবছরের মার্চ মাসে আঘাত হানার পরে নারায়ণগঞ্জের ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকেই। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এসব অসহায় লোকজনদের সাহায্যে ঘোষণা করেছিলেন কোটি টাকার অনুদান। এছাড়াও সাংসদের পক্ষে তার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খাদ্য সামগ্রীসহ নানা প্রয়োজনীয় সাহায্য নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতা নিয়ে এখনো কোন আওয়ামী লীগ নেতাকে এগিয়ে আসতে দেখা যায়নি।

সাংসদ শামীম ওসমানের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা করোনার প্রথম ঢেউয়ে সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন। কিন্তু চলমান দ্বিতীয় ঢেউয়ে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী করোনার শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে খোলসে বন্দি করে রেখেছেন। সাধারণ মানুষের সাহায্যে নিজ উদ্যোগে কোন ত্রাণ সামগ্রী বিতরণ করতে এখন পর্যন্ত তাকে দেখা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

সর্বশেষ