এবার ভেঙে যাচ্ছে জেলা যুবদল

নারায়ণগঞ্জ মেইল: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভেঙে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি। এবার আভাস মিলছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি যেকোনো সময় ভেঙ্গে দেয়া হতে পারে। কেন্দ্রীয় যুবদলের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, চলমান করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলেই ভেঙে দেয়া হবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটি এবং খুব অল্পসময়ের মধ্যেই ঘোষণা করা হতে পারে আহ্বায়ক কমিটি।

সূত্রে প্রকাশ, ২০১৮ সালের ১৯ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বাতিল করে আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি করা হয় শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন (চেয়ারম্যান), সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান চয়ন, সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া।

আংশিক কমিটি ঘোষণার প্রায় পাঁচ মাস পরে ২০১৯ সালের ২৪ মার্চ নারায়ণগঞ্জ জেলা যুবদলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর থেকে বিতর্ক পিছু ছাড়ে না নারায়ণগঞ্জ জেলা যুবদলের। বিশেষ করে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নিস্ক্রিয়তা বারবার গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে। তবুও টনক নড়েনি রাজনীতিবিদের।

সূত্র জানায়, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যখন সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়েছে, তখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি জেলা যুবদলের সেক্রেটারি গোলাম ফারুক খোকনকে। যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তৃণমূলের একেকটি কর্মী পর্যন্ত একাধিক মামলার আসামি হয়েছেন, তখন কাকতালীয়ভাবে কোন এক দৈব আশীর্বাদে মামলা হামলার কোন ঝামেলাই পোহাতে হয়নি গোলাম ফারুক খোকনকে। আর তাই অনেকে বলেন, সরকারি দলের সাথে ম্যানেজ করেই বিএনপির রাজনীতি করেন জেলা যুবদলের সেক্রেটারি খোকন।

তবে সেক্রেটারি খোকনের নিষ্ক্রিয়তা বাদ দিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বাকিরা দলীয় কর্মসূচিতে মোটামুটি সক্রিয় ছিলেন। বিশেষ করে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম টিটু আর সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে বছরজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুনদের সুযোগ দিতে জেলা যুবদলের বর্তমান কমিটি ভেঙে দেয়া হবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ