নবীনদের ছাড় দিতে প্রবীণদের অনীহা!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আদালতপাড়ার রাজনীতিতে ক্ষমতাশীণ দল আওয়ামীলীগের রাজনীতি একই আবর্তে ঘুরপাক খাচ্ছে। প্রতিবারই নির্বাচন ঘনিয়ে এলে দলের সিনিয়র কিছু আইনজীবী একটি জোট হয়ে নবীনদের বিরোধীতায় লেগে পড়েন এবং রাজনৈতিক একটি সংকট তৈরীর চেষ্টা করেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। বর্তমান পৃথিবী নবীনদের নেতৃত্বে এগিয়ে চললেও নারায়ণগঞ্জের আদালতপাড়ায় বইছে উল্টো স্রোত। এখানে প্রবীণদের কাছ থেকে কোন প্রকার সুযোগই আশা করেন না নবীন প্রজন্ম। কারন যুগ যুগ ধরে নিজেদের আওতায় রাখা নেতৃত্ব হাতছাড়া করতে রাজি নন তারা। ফলে নেতৃত্বে নতুন কেউ আসার চেষ্টা করলেই তার বিরোধীতায় উঠেপড়ে লাগেন সেইসকল সিনিয়গন।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে এড. আনিসুর রহমান দিপু, এড. মাসুদ উর রউফ, এড. আসাদুজ্জামান, এড. ওয়াজেদ আলী খোকন, এড. হাবিব আল মোজাহিদ পলু নামগুলো খুবই ওজনদার এবং গুরুত্বপূর্ণ। বারের ইতিহাসে বারবার ঘুরে ফিরে তাদের নামগুলোই বেশী এসেছে সভাপতি সেক্রেটারী হিসেবে। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় দলমত নির্বিশেষে সকল আইনজীবীই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখেন। তাদের অবদানের কথা স্মরণ করেন বর্তমান প্রজন্মের আইনজীবীগণ।

কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল, নেতৃত্বের পরিবর্তন সময়ের চাহিদা। যুগে যুগে সকল ক্ষেত্রে নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে প্রবীণরা জায়গা করে দেন। নবীণদের অদম্য স্পীহাকে কাজে লাগিয়ে মুরুব্বিরা পেছন থেকে অক্সিজেনের জোগান দিয়ে থাকেন। নতুন প্রজন্মের হাতেই গড়ে উঠবে আগামীর বিশ্ব অথচ নারায়ণগঞ্জের আদালতপাড়ায় তরুণ প্রজন্ম সে সুযোগ থেকে হচ্ছেন বঞ্চিত। বছরের পর বছর পুরানোই জেলা বারের দায়িত্ব পালন করে যেতে চান, ছাড়তে চাননা কতৃত্ব। আসছে জেলা আইনজীবী সমিতির নিবাচনকে ঘিরেও সে একই ঘটনার পুনরাবৃৃৃত্তি ঘটতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

আদালত সূত্রে জানা গেছে, পরবর্তী বার নির্বাচনের প্রায় ছয় মাস বাকী থাকলেও এখনি অনেকে শুরু করে দিয়েছেন মাঠ গুছানোর কাজ। বিশেষ করে সরকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের আইনজীবীদের মাঝে প্রধান দুটি পদের মনোনয়ন নিশ্চিত করতে সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মকান্ড ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। আর এদের মাঝে আওয়মীলীগের সিনিয়র আইনজীবীদের াাধিক্যই বেশী। বিশেষ করে সদ্য দায়িত্ব হস্তান্তর করা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, এড. আসাদুজ্জামান, এড. মাসুদ উর রউফ ও এড. হাবিব আল মুজাহিদ পলু দলীয় মনোনয়ন পেতে লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন পুরোদমে আর নেপথ্যে থেকে একজন সাবেক সভাপতি তাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ