আ’লীগে আইভীর বিকল্প প্রার্থীর সঙ্কট!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে দিন দিন প্রভাব বাড়ছে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র সেলিনা হায়াত আইভীর। রাজনীতির পাশাপাশি বেশ জনপ্রিয়তা থাকায় পৌরসভার চেয়ারম্যান ও টানা দ্বিতীয়বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। রাজনীতিক, মেয়র ছাড়াও তিনি একজন চিকিৎসকও। শহরের অবকাঠামো উন্নয়নে মেয়র আইভী বেশ তৎপর রয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। অনেকটা গৃহবন্ধি ছিলেন তিনি। গত বছর করোনা পরিস্থিতিতে অনেক জনপ্রতিনিধি যখন জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কল্যানে কাজ করেছিলেন তখন ঘর থেকেই বের হননি মেয়র আইভী। তাই আগামী নির্বাচনে মেয়রের বিকল্প প্রার্থী খুঁজছে নগরবাসী। কিন্তু মেয়রের বিকল্প শক্তিশালী প্রার্থীর সঙ্কট দেখা দিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগে। এখনো পর্যন্ত মেয়রের বিকল্প শক্ত প্রার্থীর সন্ধান মেলেনি। যদিও সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য অনেক প্রার্থীই সরব হয়েছেন।

জানাগেছে, সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর বা নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সর্বশেষ কামরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। এর আগে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনার করায় বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর সাথে বিরোধ সৃষ্টি হয়। এমনকি খোকন সাহার বিরুদ্ধে মেয়র আইভী মামলাও করেছিলেন। খোকন সাহা ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলও নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে রয়েছে বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।

এদিকে, তিনবারের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। প্রতিবারই প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে এনেছেন তিনি। তাছাড়া নগরবাসীর সুবিধা অসুবিধায় ছুটে এসেছেন, পাশে থেকেছেন বিপদে আপদে। ফলে দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে উঠেন এই জনপ্রতিনিধি। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও কম হয়নি তাকে ঘিরে। শহরের জিএস পুকুর নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের তোপের মুখে রয়েছেন তিনি। এছাড়াও শহরে মশা, যানজট, হকার আর জলাবদ্ধতা নিরসনে মেয়রের ভূমিকাও বেশ প্রশ্নবিদ্ধ। ফলে একজন শক্তিশালী প্রার্থী হলে জনপ্রিয়তার শীর্ষে থাকা সিটি মেয়রকে হারিয়ে দেয়া সম্ভব বলে মনে করছেন অনেকে। কিন্তু সমস্যা এইখানেই। মেয়র আইভীকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী প্রার্থীর বড় অভাব এখন নারায়ণগঞ্জ আওয়ামীলীগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ