নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি গঠন নিয়ে রাজনীতির মাঠ সরগরম বেশ কিছুদিন যাবৎ। কমিটি ছাত্রদলের হলেও এখানে কতৃত্ব খাটানোর চেষ্টা করছেন অনেক বাঘা বাঘা বিএনপি নেতা। ফলে প্রায়শই ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের উপর অনৈতিক অনেক দাবি চাপিয়ে দেয়া হচ্ছে, ফলে কমিটি গঠন করা দুরূহ হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। আর এসব বিষয় নিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো
“নাঃগঞ্জ এর লোকাল ছেলে হয়ে হাজারো ভুল-ভ্রান্তির মাঝেও সংগঠন বা দল এর জন্য রক্ত-জেল-জুলুম সব ধরনের ত্যাগ স্বীকার করেছি গত প্রায় বিশ বছর।উড়ে এসে ঝুরে বসাদের পাল্লার মাফকাঠি আমাদের মত হবে না এটাই স্বাভাবিক। ছাত্র রাজনীতির সু-দীর্ঘ সময়ের পথ চলার অভিজ্ঞতা থেকে বলছি,শেষ সময়ে আগামীর নেতৃত্ব তৈরীতে কোন ধরনের অনৈতিক দাবি/বাধা বা অপশক্তি যদি মনে করে থাকে দেশনায়ক এর সিদ্ধান্তঃ- যোগ্য নেতৃত্ব এর বাইরে কিছু করবে আর হবে।তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি সভাপতি থাকতে সম্ভব না আর আমি ঐতিহ্যবাহী নাঃগঞ্জ তথা শহরের লোকাল ছেলে এবং ওয়ার্ড সভাপতি থেকে উঠে এসেছি-বাকিটা আল্লাহ ভরসা।”
“বিঃদ্রঃকেউ ব্যক্তিগত ভাবে দয়াকরে নিবেন না,আমার নিজের কাজের উপর বিশ্বাস এবং আস্থা আছে। নিজের সাথে অন্যায় এবং নোংরামো সহ্য/মেনে নিতে পারবো কিন্তু সংগঠন এর কোন ছেলের সাথে না।”