‘মতলবের লেতা’ এখন তুরুপের তাস!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রঙ বদলাচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি। এবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলকে সিটি নির্বাচনে অংশ নিতে বললেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। যে বাদলকে কিছুদিন আগে ‘লেতা’ আখ্যা দিয়ে মতলব চলে যেতে বলেছিলেন সে বাদলকেই এবার সিটি মেয়র পদে প্রার্থী করতে চাইছেন সাংসদ। ‘মতলবের লেতা’ এখন আইভী ঠেকানোর তুরুপের তাস হয়ে উঠেছেন।

জানা যায়, গত বছরের ২৯ জুন বন্দরের ফরাজিকান্দায় একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল বলেছিলেন, ‘বন্দরে আওয়ামীলীগের কোনো এমপি নেই। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: রশিদ বন্দরের এমপি।’

এর দুইদিন পরে ২ জুলাই নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে করোনার আইসিইউ ইউনিট উদ্বোধনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বাদলের সে কথার কড়া জবাব দেন। সাংসদ বলেন, আজকে একটি পত্রিকায় দেখলাম আমার ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে বন্দরের একটি ঘটনা নিয়ে। তিনি চাষাঢ়া রেলওয়ে কোয়ার্টারে থাকতেন। একজন এমপি সাহেবের আশির্বাদে উনি বলে এখন ‘লেতা’। এই লেতা বন্দরে গিয়ে বললেন সেলিম ওসমান বন্দরের এমপি না, বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ নাকি বন্দরের এমপি। প্রশ্ন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এমপি সিট বদলায় দিতে পারে এটা কি করে সম্ভব হয়। দুই দিনের যোগী না ভাতেরে অন্ন বইলেন না।

এমপি আরো বলেন, আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমরা মুক্তিযোদ্ধা। হাজারবার বলি সেলিম ওসমানের থাবা বাঘের চেয়েও ভয়ঙ্কর। মতলব থেকে এসে নেতা হয়েছেন, ধানমন্ডিতে অট্রালিকা করেছেন। কত টাকার মালিক হয়েছেন সেলিম ওসমান দেখিয়ে দেবে। দেখবো আপনি আমাকে সরাতে পারেন কিনা। মতলব থেকে এসেছেন আপনাকে আবার মতলবে ফিরে যেতে হবে।

রাজনৈতিক পথ পরিক্রমায় সেই সেলিম ওসমান এখন বলছেন শহীদ বাদল হবে নাসিকের মেয়র প্রার্থী আর ‘মতলবের লেতা’ উপাধী পাওয়া সেই ভিপি বাদল বলছেন নৌকা লাঙল বুঝি না, শুধু বুঝি সেলিম ভাই। এসব দেখে নারায়ণগঞ্জের সাধারণ জনগনের অনুভূতি হলো ‘আসলেই রাজনীতিতে শেষ বলে কিছু নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ